জায়-নামাজ -আজিম উল্যাহ হানিফ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

জায়-নামাজ -আজিম উল্যাহ হানিফ

জায়-নামাজ
-আজিম উল্যাহ হানিফ
আরবি শব্দ সাহজাদা, বহুবচন সাজাজিড
এছাড়াও আছে তুর্কি,ফার্সি উর্দুসহ নানান ভাষায় ব্যবহূত শব্দমালা-
আরবিতে বলা হয় মুসাল্লা, ফারসিতে জায়নামাজ
এটি লতাপাতা,ফুল,অপ্রাণী বাচক নকশা দ্বারা অংকিত হয়
অনেক সময় মেহেরাবের ছবিও দেয়া হয়।
এটি ইসলামি সংস্কৃতির নিদর্শন হিসেবে ধরা হয়,
তবে জায়নামাজ বিছানো বাধতামূলক নয়!
মসজিদ-ঈদগাহ আর ব্যক্তি এক বা একাধিক মানুষ
নামাজ আদায়ের জন্য ব্যবহূত হয় এটি,
নামাজের জায়গা পবিত্র থাকা ফরজ
জায়নামাজকেও পবিত্র রাখা জরুরি।
নামাজ স্থলের ধূলা রক্ষা পেতে জায়নামাজ প্রয়োজন হয়,
অনেকে জুমুআর নামাজে যেতে এই গালিচা সঙ্গে নিয়ে যায়।

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ