প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
নদী পাড়ের বাড়ি ও জমির মালিকগণ বলেন, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা সিন্ডিকেট গড়ে এই মাটি খনন করছে এবং তা বিক্রি করছে। এরআগেও উপজেলা যুবলীগ সহ-সভাপতি সেলিমের নেতৃত্বে বালু উত্তোলন হয়েছিল। এবার বিএনপি নামধারী নেতাকর্মীরা একই কাজ করছে। অথচ এতে শতশত পরিবার ভোগান্তিতে পড়ছে। নদী থেকে উঠানো মাটি স্থানীয় ১০-১২ জনের কাছে প্রায় ৭৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে৷ আমাদের ঘরবাড়ি হুমকিতে ফেলে তারা ব্যবসা করছে, আমরা এ ঘটনার বিচার চাই।
সাতবাড়িয়া এলাকার আবুল কালাম ও রুবেল বলেন, কিছু নামধারী বিএনপির নেতৃবৃন্দ আওয়ামী লীগের সাথে মিলে মাটি বিক্রি করছে। তারা বিএনপির বদনাম করছে। দেশের ও পাবলিকের ক্ষতি করছে এই সিন্ডিকেট। গরিব ও মেহনতি মানুষদেরকে বাঁচান। এখন পর্যন্ত ৭৬ লাখ টাকার মাটি বিক্রি করছে। এক্ষেত্রে প্রশাসনের নিরবতা আমাদের সন্দেহ হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস আবুল কালাম আজাদ এর স্বত্বাধিকারী এম রুবেল বলেন আমরা মাটি বিক্রি করিনি, ৭ জনের জমিতে স্তুপ করে রেখেছি। পরে তারা সরকারি নিয়মে মাটি ক্রয় করতে পারলে তাদের জমিতে থাকবে। নদী খননের কাজ করতে গিয়ে আমরা এক পক্ষকে ম্যানেজ করেছি, এখন অন্য পক্ষ সমস্যা সৃষ্টি করছে।
নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ফোরকান বলেন, উভয় পক্ষের কথা শুনে বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় ও ঠিকাদারি প্রতিষ্ঠান পক্ষকে বলেছি নদী খননে দেয়া ওয়ার্ক অর্ডার দেখে পরবর্তী কাজ সম্পন্ন করতে।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, এখানে নদী খনন কার্যক্রম চলছে পানি উন্নয়ন বোর্ডের অধীনে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করতে পারেন।
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ শাহরিয়ার বলেন, আমি নতুন এসেছি, বিষয়টি খতিয়ে দেখব।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech