বিষের বোতলে মধুর লেভেল মোহাম্মদ সোহরাব হোসেন

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

বিষের বোতলে মধুর লেভেল  মোহাম্মদ সোহরাব হোসেন
বিষের বোতলে মধুর লেভেল
মোহাম্মদ সোহরাব হোসেন
বিষের বোতলে মধুর লেবেল লাগিয়ে
কি লাভ হবে ভাই?
তোমার ছদ্ম বেশ আর চল-চাতুরী
আমাদের বুঝার বাকী নাই।
তুমি কাদের সৃষ্টি, কোথায় বসতি
নিশিতে কাদের চবক নাও?
আবার দিনের বেলায় কাদের কাঁধে চড়ে
তুমি নদী পার হতে চাও।
ছদ্মবেশী হয়ে তুমি এতদিন ধরে
গুণ-গান গাইলা কার?
দেখছি তোমার চমৎকার অভিনয়
দেখছি মোনাজাতের কী বাহার!
কোথায় ছিলা এত বছর তুমি
তোমাকে তো দেখি নাই,
রাজপথ কাঁপিয়ে রক্ত ঝরিয়ে
কত কিছু আনলাম ছিনাই।
অধিকার আদায়ের সোচ্চার মোরা
হই না কখনো পিছপা
যখন রফদফা করে আদায় করেছি দাবী
তখন তুমি শুধু কর কা কা।
শুক্কুরে শুক্করে আট দিন হয় নাই তোমার
কত লম্বা লম্বা কথা কও
মোদের নেতার বিরুদ্ধে কথা বলার আগে
তুমি হাজার বার ভেবে নাও।
অসীম সাগর পাড়ি দিয়ে মোরা
যখন কুলে তরীটা ভিড়াই।
তখন মোদের গৌরব মোদের অর্জন
করিতে চাও ছিনতাই।
আমাদের অনুভূতি ব্যবহার করে
তোমার ভিন্ন উদ্দেশ্য ছিলো,
তোমার চল-চাতুরী আর অসৎ উদ্দেশ্য
অনেকেই জেনে গেলো ।
তোমাদের নিয়ে তোমরা ভাবো
তোমাদেরটা তোমরা কও
আমাদের সাথে ভাব জমিয়ে কেন
পরকিয়া করতে চাও?
আমাদের ভাল-মন্দ আমরা বুঝি
তোমার দরকার নাই
যত দাবী আমরা আদায় করেছি
বাকীটাও করবো আমরাই।
খেক শিয়াল গায়ে রং লাগিয়ে
যদি বনের নেতা হতে চায়
বাঘ সিংহ হাতী হরিণদের মাঝে
তাকে কী শোভা পায়?
মোদের অধিকার আদায়ের নামে
তুমি হিরো হতে চাও?
তোমার আসল পরিচয় প্রকাশের আগে
তাড়াতাড়ি পালাও।

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ