নাঙ্গলকোটে লেখকদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

নাঙ্গলকোটে লেখকদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: নাঙ্গলকোটের লেখক-সাহিত্যিকদের সংগঠন ‘নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন’র উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা (১৯.০৮.২৩) শনিবার বিকাল ৪টায় নাঙ্গলকোট বাজারের এনসিসি ব্যাংকের নীচতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কবি এস এম আবুল বাশার। তিনি বলেন- ‘২০০৯ থেকে শুরু হয়ে আজ ২০২৩ সালে এসেও সংগঠনটির এই সাহিত্য আড্ডা এখনো আছে, দেখে সত্যি ভালো লাগছে। স্থানীয় উপজেলা ভিত্তিক সংগঠন হিসেবে এই সংগঠন তথা এই সাহিত্য আড্ডার ভূমিকা কোন অংশে কম নয়।’ বক্তব্য রাখেন-কলামিস্ট ও ফুলগাঁও ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, কবিতা পাঠ করেন কবি ও ময়ূরা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম, কবিতা পাঠ করেন কবি কৃঞ্চ চন্দ্র দাস, কবি আল মাহমুদের সোনার নোলক কবিতা পাঠ করেন আবদুর রহিম বাবলু, বাজারের ব্যবসায়ী কলিম উল্যাহ, সভাপতিত্ব করেন কবি ও কলামিস্ট আজিম উল্যাহ হানিফ। উল্লেখ্য যে-প্রতি সপ্তাহের শনিবার বিকাল ৪টায় এক ঘন্টার জন্য সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হচ্ছে, এটি সবার জন্য উম্মুক্ত।

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ