জেগে উঠো – ফারহানা আক্তার লিপি

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

জেগে উঠো – ফারহানা আক্তার লিপি

এখনো কি সময় হয়নি

মুসলিমদের জেগে ওঠার?

রাসূলের পথ ধরে ইসলাম

বিজয় হয়েছিল সেই কবে-

উমরের আওয়াজে কম্পিত

ছিল পৃথিবীর অমুসলিম,

খালিদের মত হাতে তুলে নাও

তলোয়ার,

গর্জে উঠে ইসলাম বিজয়

ছিনিয়ে নাও আরেকবার।

আর কত ধৈর্য পরীক্ষা দিবে?

যখন ফিলিস্তিন সহ মুসলিম

বিশ্ব মার খাচ্ছে অবিরত।

আর কত সময় হলে জালেমের

বিরুদ্ধে লড়াই করবে,

এখনি তো সময় রুখে দাঁড়াবার,

আলী ওসমান হামযার ন্যায়

বীরত্ব দেখাবার।

বিশ্ব দেখুক- মুসলিম হার মানার

জাতি নয়,

জেগে ওঠো বীর পুরুষ এখনি

ইসলাম হবে বিজয়।

ছাগলনাইয়া, ফেনী।

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ