সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘একটু হাসি ফাউন্ডেশন’

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩

সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘একটু হাসি ফাউন্ডেশন’

প্রেস বিজ্ঞপ্তি-  ‘একটু হাসি ফাউন্ডেশন’ নামক সামাজিকও সেচ্ছাসেবী সংগঠনটি ২০১৬ সালের ১৭ ডিসেম্বর লাকসাম জংশন থেকে শুরু হয়। এর কার্যক্রম হলো পথশিশু-ভাসমান মানুষ-অটিস্টিক শিশুদের অক্ষর জ্ঞান শিক্ষা দেয়া, তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে গল্প করা, তাদের স্বপ্নের কথা শোনা, তাদের ইচ্ছেগুলো শেয়ারিং করা,তাদের সাথে জন্মদিন পালন করা, আড্ডা দেয়া, একসাথে বসা।’ সংগঠনটির প্রতিষ্ঠাতা আজিম উল্যাহ হানিফ। তিনি একজন তরুন কবি ও কলামিস্ট। সংগঠনটির শুরু থেকে দুটি বিভাগ। একটি পুরুষ বিভাগ, অন্যটি মহিলা বিভাগ। তবে সবোর্চ্চ পদ নির্বাহী পরিচালক সবাইকে মেন্টেন করে থাকে। তার অধীনে রয়েছে দেশের ৮টি বিভাগের ৮ জন পুরুষ পরিচালক, ৮জন মহিলা পরিচালক। এই ১৭ জনের অধীনে রয়েছে কয়েকটি জেলা ভিত্তিক কমিটি, সদস্যও উপদেষ্টা। কুমিল্লা জেলা কমিটিতে রয়েছে প্রায় ৩৫ জন। একটু হাসির সদস্য ও উপদেষ্টাগণ শুধুমাত্র দেশের রেলষ্টেশনগুলোতে পথশিশুদের সাথে আড্ডা দেয়, গল্প করে, সহযোগিতা করে। সংগঠনটির প্রথম নিবার্হী পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন ভাষাসৈনিক আবদুল জলিল স্যার(১৯৩৬-২০১৯), তিনি ২০১৬-২০১৯ তিন বছরের জন্য দায়িত্ব পালন করেন। এরপর দ্বিতীয় নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন কবি ও কলামিস্ট এস এম আবুল বাশার, তিনি ২০১৯-২০২২ দায়িত্ব পালন করেন। ২০২২-২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন কবিও শিক্ষক মো: তাজুল ইসলাম। পুরুষ ৮ জন পরিচালক হলেন-মোহাম্মদ সোহরাব হোসেন, ফারুক শাহরিয়ার, আফজাল হোসেন মিয়াজী, এইচ এম আজিজুল হক, খোরশেদ আলম চৌধুরী, এএফএম শোয়ায়েব, আজিম উল্যাহ হানিফ, অন্তর আলী, এখলাছ উদ্দিন খান। মহিলা ৮জন পরিচালক হলেন- রোমানা আফরোজ রুবি, খাজিনা খাজি, মাকসুদা মনি, নাহিন ফেরদৌস, সাহিদা আক্তার স্বর্ণা, ফারহানা আক্তার লিপি, মীর হাজেরা হেরা,তাসলিমা শাহনুর। পরিচালক পদ, সদস্য পদ, উপদেষ্টা পদ গুলো নির্বাহী পরিচালক স্যারের মেয়াদের সাথে পরিবর্তন হয় এবং দায়িত্ব পালন করে। সেই সাথে রয়েছে গ্রুপ এডমিন, পেইজ এডমিন, সাপ্তাহিক প্রোগ্রাম তত্বাবধায়ক। বর্তমানে প্রতি শনিবার নাঙ্গলকোট রেলস্টেশনের পশ্চিম পাশের ফ্লাটফর্মের মসজিদের সামনে, বিকাল ২.৩০ মিনিট থেকে ৩টা৩০ মিনিট পর্যন্ত এক ঘন্টা করে একটু হাসি ইশকুলের ক্লাস নেয়া হচ্ছে। মাসের ৪ সপ্তাহের জন্য ৪জন শিক্ষক নিয়োগ দেয়া রয়েছে। শিক্ষকরা হলেন- আজিম উল্যাহ হানিফ, মো: তাজুল ইসলাম, আফজাল হোসেন মিয়াজী, এইচ এম আজিজুল হক। তাদের সাথে যোগ হচ্ছেন ও সহযোগিতা করছেন আশিক উল্যাহ সুমন, কবি এস এম আবুল বাশার, রাশেদুল ইসলাম রাসেল, ইসমাইল হোসেন রতন,শাখাওয়াত হোসেন প্রমুখ। (তবে সংগঠনের শুরু থেকে দীর্ঘদিন লাকসাম জংশন রবিবার, ফেনী জংশন সোমবার, হাসানপুর/গুনবতী ২ রেলস্টেশন মঙ্গলবার, লালমাই রেলষ্টেশন বুধবার, চট্টগ্রাম রেলষ্টেশন বৃহস্পতিবার, কুমিল্লা রেলস্টেশন শুক্রবার ক্লাস নেয়া হলেও মাঝখানে করোনা ভাইরাসের কারণে বন্ধ হলে আর চালু হয়নি। তবে দ্রুত চালু হবে।) একটু হাসি ফাউন্ডেশনের কার্যক্রম হিসেবে- ‘একটু হাসি ইশকুল’ বিভাগ ছাড়াও একটু হাসি পাঠাগার, একটু হাসি পত্রিকা, একটু হাসি টিভি চালু করার পরিকল্পনা রয়েছে। সেই সাথে একটু হাসি ফাউন্ডেশনের সাংগঠনিক ভিত গতিশীল করতে নিয়মিত ফেসবুক গ্রুপ (পুরুষ ও মহিলা) দুটি, পেইজ, সোশাল আড্ডা সক্রিয় রয়েছে। একটু হাসি ফাউন্ডেশন পরিবারে- ভিপি সাদেক হোসেন চেয়ারম্যান ( ১৯৩৭-২০১৭), ভিপি হুমায়ুন কবির (১৯৪৭-২০১৭), শামছুল করিম দুলাল (১৯৭৫-২০১৭), কাউছার আলম মিয়াজী (১৯৮৩-২০২৩), কবি অহিদুর রহমান (১৯৮৫-২০১৭), মাস্টার ইকবাল হোসেন (১৯৮০-২০১৭), মাওলানা আবদুস সাত্তার (১৯৪১-২০১৯), অধ্যক্ষ সাংবাদিক সায়েম মাহবুব (১৯৭২-২০২৩) সক্রিয় সদস্য/উপদেষ্টা ছিলেন। আজ তারা দুনিয়াতে নেই। আল্লাহ তাদের জান্নাত নসীব করুন,আমিন। উল্লেখ্য যে, একটু হাসি ইশকুলের সাথে নতুন নতুন সদস্য নেয়া হচ্ছে। যোগাযোগ করুন।
অফিস: একটু হাসি ফাউন্ডেশন, এনসিসি মার্কেটের নীচতলা, হাজী আলি মিয়া মার্কেট, নাঙ্গলকোট,কুমিল্লা। সার্বিক যোগাযোগ: ০১৮৩৪-৩৮৯৮৭১

 

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ