রায়কোট উত্তরে আগুনে মার্কেট ও গাড়ী ভস্মীভূত ॥ ৩৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১

রায়কোট উত্তরে আগুনে মার্কেট ও গাড়ী ভস্মীভূত ॥ ৩৫ লাখ টাকার ক্ষতি

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী তালতলা আলহাজ্ব ওমর আলী মার্কেট আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে। এ সময় ওই মার্কেটের আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর একটি হাইক্স গাড়ী’সহ গ্যারেজ ও আবুল বাশারের চা দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মার্কেট মালিকের ভাই মাস্টার মুনসুর আলম মানিক বলেন, রাত ১১টার দিকে গাড়ীর গ্যারেজটিতে আগুন দেখতে পেয়ে আমি ফায়ার সার্ভিসে ফোন করি। নাঙ্গলকোট ফায়ার সার্ভিস না থাকায় পাশ্ববর্তী চৌদ্দগ্রাম থেকে তারা আসতে আসতে আমাদের মার্কেটের দু’টি দোকান’সহ স্থাপনা পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনের তীব্রতা ও গাড়ীর সিলেন্ডার বিস্ফোরণের কারণে কেউ আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারেনি। আগুনে আমাদের ও মার্কেটের দু’ ব্যবসায়ীর অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ