প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩
নাঙ্গলকোট প্রতিনিধি: নাঙ্গলকোটের জাবেদ হোসেন (১৩) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী ডাউনসিন্ড্রম কিশোর হারিয়ে গেছে। গত ৪ দিনেও প্রতিবন্ধী জাবেদ হোসেনের খোঁজ না পেয়ে দিশেহারা তার মা বিবি মরিয়ম ও পরিবারের সদস্যরা। জাবেদ হোসেন নাঙ্গলকোট পৌর সদরের হরিপুর খলিফা বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। জাবেদকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেন জাবেদের পরিবার। ছেলেটির সন্ধানের জন্য তার পরিবারের লোকজন নাঙ্গলকোটসহ বিভিন্ন স্থানে মাইকিং, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জাবেদ হোসেন উপজেলার হরিপুর গ্রামের খলিফা বাড়ির মৃত আবুল হোসেন কনিষ্ঠ পুত্র। জাবেদ হোসেন পৌরসদরের নাঙ্গলকোট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় শিক্ষার্থী। জাবেদ গত ৯ জুলাই রবিবার সকাল ১০টায় খলিফা বাড়ী থেকে নাঙ্গলকোট বাজারে হেঁটে হেঁটে যাওয়ার পর পথ ভুলে হারিয়ে যায় বলে ধারণা করছেন পরিবারের লোকজন। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল লুঙ্গি ও গাঁয়ে ছিল একটি গোল গলার গেঞ্জি। তার উচ্চতা ৫ফুট, তার গাঁয়ের রং ফর্সা, সে স্পর্ষ্ট কথা বলতে পারে না, নাম ঠিকানা বলতে পারে না। কোন সহৃয়বান ব্যক্তি যদি সন্ধান পান তাহলে নিম্ম ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। যোগাযোগের ঠিকানা পৌরসদর ৩নং ওয়ার্ড হরিপুর খলিফা বাড়ি, মোবাইল: ০১৮৬০৪২৮৬৪১, ০১৮২৯২৭৬৪১৫
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech