প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বসন্ত সমীরণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা হলরুমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের তৈরি পিঠা নিয়ে এ উৎস পালন করা হয়। অনুষ্ঠান শেষে সেরা পিঠা প্রস্তুতকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে উৎসবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসাইন আহম্মেদ প্রমুখ।
উৎসবের স্টল গুলোতে গ্রাম বাংলার বিভিন্ন পিঠার পসরা বসে। পিঠা উৎসবে স্থান পায় জিরা পিঠা, ভাপা, নকশি, বিস্কুট পিঠা, চিতই, পাঠিসাপটা, জামাইপিঠা, ডালের পিঠা ও তালের পিঠাসহ নানা ধরনের পিঠা।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech