প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
স্টাফ রিপোর্টার: ১২ জুলাই জাতীয় কবিতা মঞ্চ কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি কবি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জয়দেব ভট্রাচার্য্য ভুলু, সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরকে মননোনীত করা হয়। ১৯ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা জাতীয় কবিতা মঞ্চের কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কবি মোহম্মদ সোহরাব হোসেন, কবিবআজিম উল্যাহ হানিফ, যুগ্ম-সাধারন সম্পাদক কবি এমদাদুল হক ইয়াছিন, কবি আহমেদুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজুল আলম সরকার, মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা খাইরুন, অর্থ সম্পাদক,মোঃ মহিউদ্দিন আকাশ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা রোমানা, সমাজ কল্যান সম্পাদক এ কে এম জসীম উদ্দিন, দপ্তর সম্পাদক দিলিপ কুমার সাহা, নির্বাহী সদস্য কবিবতাছলিমা লিয়া,কুমকুম দেবনাথ, কবি ফারুক শাহরিয়া, কবি এইচ এম আজিজুল হক, কবি এম এ জলিল। কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্যরা হলেন, কবি সৈয়দ আহমাদ তারেক,খাজিনা খাজি, শফিকুল ইসলাম ভূঞা ঝিনুক, কবি মোঃ আজাদ সরকার লিটন, সঞ্চয় কুমার দাশ, রোকসানা সুখী, এস এম আবুল বাশার, কবি ও শিক্ষক তাজুল ইসলাম, শরীফ আবদুল গোফরান, মুক্তিযুদ্ধা ছাঈদ আহমদ। উক্ত কমিটি ১২ জুলাই ২০২৩ থেকে আগামী দুই বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটি ঘোষণা ও অনুমোদন প্রদান করেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান নিজামী।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech