অলিপুর মোহাম্মদীয়া সুফিয়া নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহফিল

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

অলিপুর মোহাম্মদীয়া সুফিয়া নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহফিল
কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটের অলিপুর মোহাম্মদীয়া সুফিয়া নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ১৩তম বার্ষিক দস্তারবন্দী ও ইছালে ছাওয়াব মাহফিল বুধবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কনকইজ বায়তুল আমান জামে মসজিদ সেক্রেটারী আলহাজ্ব মাওলানা মো: সেলিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন, লক্ষীপুর রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসা মুহাদ্দিস সাইফুল ইসলাম যশোরী, বিশেষ ওয়ায়েজিন ছিলেন, কাছারীপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যাপক মাওলানা মুফতি মশিউর রহমান সালেহী, বিশেষ আলোচক ছিলেন, শিল্পী মাওলানা মুফতি ইমাম হোসাইন, বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা ওসমান গণী চাঁদপুরী, মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন, অলিপুর মোহাম্মদীয়া সুফিয়া নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ জাহাঙ্গীর আলম মামুন, শিক্ষক শরীফুল আলম নয়ন প্রমুখ।
মাহফিল শেষে মাদরাসার ৬ জন হাফেজ শিক্ষার্থীদের পাগড়ী ও সনদ প্রদান এবং আখেরী মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ সূফী আলহাজ্ব মাওলানা গিয়াস উদ্দিন।

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ