চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণে বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণে বিএনপির প্রস্তুতি সভা

কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক পহেলা বৈশাখ পালন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, শাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, নুরুন্নবী পাটোয়ারী ও পৌর সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক গাজী শহীদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পহেলা বৈশাখের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, সদস্য সচিব মোঃ বেলাল হোসেন, সম্মানিত সদস্য জামাল উদ্দিন মামুন, মোঃ হাসান, খোরশেদ আলম, আজাদ পলোয়ান হিরণ, মোঃ সফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম মিন্টু, গুলশান আরা বেগম পুতুল, জয়নাল আবেদীন জয়, সোহবার হোসেন সোহাগ, সুমন মিয়াজী, ইব্রাহিম হোসেন অনিক, আবদুল কাদের, ফখরুল হাসান, মাহবুব আলম। এ কমিটির তত্ত্বাবধানে আলোচনা সভা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ