নাঙ্গলকোট সরকারী কলেজে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১

নাঙ্গলকোট সরকারী কলেজে বিতর্ক প্রতিযোগিতা

মাঈন উদ্দিন দুলাল- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।

ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হাছান আহম্মেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রসূল, প্রভাষক ওমর ফারুক ভূঁইয়া, অহিদুর রহমান, আলী আক্কাছ, ফৌজিয়া আক্তার, সহকারী শিক্ষক কাজী নজরুল ইসলাম প্রমুখ ।

সড়ক দূরর্ঘটনা প্রতিরোধে ড্রাইভারদের ভূমিকাই মূখ্য এ বিষয়ের পক্ষে ও বিপক্ষে বিতর্কে অংশ গ্রহণ করেন কলেজের দু’ দল শিক্ষার্থী। প্রতিযোগীতায় সড়ক দূরর্ঘটনা প্রতিরোধে ড্রাইভারদের ভূমিকাই মূখ্য বিষয়ের পক্ষে বিতর্ককারী দল বিজয়ী হন।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ