প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫
কুমিল্লার নাঙ্গলকোটে জায়গা জবর দখলে বাধা দেয়ায় বাঙ্গড্ডা বাজারের আল আমিন ফিস এন্ড পোল্ট্রি স্বত্বাধিকারী আল আমিনের মাথায় পিস্তল ঠেকিয়ে এক লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে বাঙ্গড্ডা ইউনিয়নের পদুয়া গ্রামের জাফর আহমেদ, তার ছেলে আব্দুল্লাহ আল বাকি জুয়েল, জোনায়েদ হোসেন রুবেল ও একই গ্রামের আলমগীর হোসেনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পূর্বপদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জায়গা জমি নিয়ে আল আমিনের বাবা জালাল আহাম্মদের সাথে চাচা জাফর আহাম্মদ এর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। জালাল আহমেদের যৌথ মালিকানাধীন একটি জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ করে যাচ্ছে জাফর আহম্মদ। এতে আল আমীন ও তার বাবা বাধা দিতে গেলে আলমগীর হোসেন, জাফর আহাম্মদ, আবদুল্লাহ আল বাকী জুয়েল, জুনায়েদ হোসেন রুবেল সহ-৭-৮ জন আল আমিনকে মারধর করে। এসময় আলমগীর হোসেন কোমর থেকে পিস্তল বের করে আল আমিনের মাথায় ঠেকিয়ে তার এক লাখ টাকা ও মোবাইল ফোন চিনিয়ে নেয়।
অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, অস্ত্র ঠেকানোর বিষয়টি মিথ্যা এবং যৌথবাহিনী আমার বাড়ীতে তল্লাশি চালিয়ে কোন কিছু পায়নি। আমি ঘটনাস্থলে গেলে উল্টো সে আমার উপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ করেছি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ নাঙ্গলকোট থানায় একাধিক অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলমান আছে। আর জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তাদেরকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech