প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘর গ্রামের আবুল খায়েরের ছেলে ইসমাইল হোসেন ফাহিম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় একই গ্রামের খলিলুর রহমানের ছেলে স¤্রাটকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। রবিবার বিকালে বেলঘর গোসাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মনববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অপপ্রচারের শিকার স¤্রাটের পিতা খলিলুর রহমান, মেরকট গ্রামের মোবারক হোসেন, বেলঘর গোসাই বাজারের ব্যবসায়ী শিউলি বেগম ও ঝুলন্ত লাশ উদ্ধার হওয়া ফাহিমের খালাতো ভাই জোনায়েদ হোসেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আবুল হোসেন, মোহাম্মদ মোস্তাফিজ, জুয়েল, আব্দুল করিম, আব্দুল জাব্বার, জাকির হোসেন, মনির হোসেন, খোরশেদ আলম, এস এম রানা প্রমুখ।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বৃহস্পতিবার রাতে বেলঘর গোসাই বাজারের শিউলি বেগমের চা দোকানে স¤্রাট ও ঝুলন্ত লাশ উদ্ধার হওয়া ইসমাইল হোসেন ফাহিম টেলিভিশনে নাটক দেখতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় স¤্রাট ফাহিমকে ধাক্কা দিলে ফাহিম দোকান থেকে লাঠি নিয়ে স¤্রাটকে তেড়ে আসলে উপস্থিত লোকজন এসে তাদেরকে শান্ত করে। পরে রাত ৯টার দিকে বাজার সংলগ্ন তার নানা মোবারক হোসেনের ঘরের একটি কক্ষে ফাহিমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্বজনরা। এঘটনায় নাঙ্গলকোট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শুক্রবার স্থানীয় সংবাদকর্মীগণ ফাহিমের মায়ের বক্তব্য নিলে তিনি তার ছেলে আত্মহত্যা করেছে বলে দাবি করলেও পরের দিন স্থানীয় একটি গণমাধ্যমে তার ছেলেকে স¤্রাট হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেন। স্থানীয়রা তার মায়ের অভিযোগ মিথ্যা দাবি করে তাদের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech