হোমনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন : সেলিমা আহমাদ এমপি

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

হোমনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন : সেলিমা আহমাদ এমপি
মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার হোমনায় স্থানীয় সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ শনিবার দিনভর কুমিল্লা -২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) উপজেলার দুলালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে  গ্রামে ঘুরে ঘুরে শিতার্ত অসহায় ছিন্নমূল শিশু ও প্রতিবন্ধীদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, জেলা পরিষদের সদস্য  মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, পৌর কাউন্সিলর আব্দুল বাতেন, উপজেলাস্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম কিশোর, মহসীন হাবিব ভূইয়া ও মোয়াজ্জেম সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাঁর সফর সঙ্গী ছিলেন।

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ