প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১
মোঃ সাইফুল ইসলাম- নাঙ্গলকোটের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার মক্রবপুর ইউনিয়নের বালিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার নাঙ্গলকোট থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত ৮ বছর পূর্বে বালিয়াপুর গ্রামের মিছকিন মিয়ার ছেলে বাহারাইন প্রবাসি ইউনুছ মিয়ার সাথে একই উপজেলার পেরিয়া ইউনিয়নের পূর্বচাঁন্দপুর চত্ত্বলিয়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে মাজেদা আক্তারের বিবাহ হয়। সংসার জীবনে তাদের ঘরে মাহফুজ নামের সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের মামা হাফেজ সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, মাজেদার স্বামী মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইনে চলে যাওয়ার পর থেকে স্বামীর পরিবারের লোকজন নানা অজুহাতে অপবাদ দিয়ে মাজেদার ওপর নির্যাতন চালাতো। এর একপর্যায়ে সোমবার রাতে যে কোন সময় তাকে হত্যা করে আত্মহত্যা বলে স্বামীর পরিবারের লোকজন অপপ্রচার চালায় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার পর থেকে মাজেদার স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।পলাতক থাকার কারণে অভিযুক্ত মাজেদার স্বামীর পরিবারের কারো বক্তব্য জানা সম্ভব হয়নি। পুলিশের এসআই ওবায়দুল হক বলেন এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech