প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামে দালান ঘরের সিঁড়ি থেকে পড়ে মোহন হোসেন নামে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর গ্রামের দুবাই প্রবাসী অলি মিয়ার স্ত্রী মর্জিনা বেগম শ্বাশুড়ির কাছে তার একমাত্র ছেলে মোহন হোসেনকে রেখে রান্না ঘরে যান। এসময় তাদের বাড়ীর পাশে ডাকাতিয়া নদীতে এলাকার কিছু যুবক নৌকায় মিউজিক বাজিয়ে যাওয়ার সময় দাদী শিশুটিকে নিচে রেখে পিকনিক নৌকা দেখতে ছাদে যায়। পরে শিশুটি দাদীর পিছনে হামাগুড়ি দিয়ে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। শিশুটি সিঁড়ির মাঝামাঝি গিয়ে নিচে পড়ে মাথার পিচনে গুরুতর আঘাত পায়। এসময় বিকট শব্দ শুনে শিশুটির মা দৌঁড়ে আসে। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌদ্দাগ্রামের একটি প্রাইভেট হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকেল সাড়ে ৫টায় শিশুটি মায়ের কোলে আসতে কাঁন্না করতে-করতে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech