প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
ফের চেনা জায়গায় ফিরছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল’ সিরিজের পঞ্চম কিস্তিতে অক্ষয় কুমারের পাশাপাশি দেখা যাবে তাকে। যিনি সিরিজেরর প্রথম ছবিতে ছিলেন। দীপিকা ছাড়াও অভিষেক বচ্চন এবং জন আব্রাহামকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ‘হাউসফুল ফাইভ’কে থ্রি-ডি ফরম্যাটে আনতে চান সাজিদ এবং অক্ষয়। এ নিয়ে নাকি দুজনের মধ্যে একদফা বৈঠকও হয়ে গিয়েছে। সেই সঙ্গে সিরিজের পাঁচ নম্বর ছবিতে আগের ছবিগুলির অধিকাংশ চরিত্রই যাতে থাকে, তা-ও সুনিশ্চিত করতে চান সাজিদ। তবে এত জন তারকার ডেট একসঙ্গে পাওয়া কঠিন।
তাই শেষ পর্যন্ত এই ভাবনা কত দূর ফলপ্রসূ হবে, সেটাই ভাবাচ্ছে নির্মাতাদের। ছবিতে থাকার কথা রিতেশ দেশমুখ, চাঙ্কি পান্ডে, কৃতী শ্যাননের মতো চেনা অভিনেতাদেরও।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech