প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২
মোঃ সাইফুল ইসলাম- নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বাড়া ফুলগাঁও গ্রামের কাতার প্রবাসী ব্যবসায়ী মাঈন উদ্দিনের উদ্যোগে ১৪এপ্রিল(বৃহস্পতিবার) সকালে নিজ বাড়ীতে ২২০ অসহায়-দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন; কাতার প্রবাসী ব্যবসায়ী মাঈন উদ্দিনের ছোট ভাই ডাঃমহিন উদ্দিন,৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আক্তার হোসেন, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মামুন, মোঃ রাসেল, মোঃমনির হোসেন,স্বপন, কামরুল, বাবলু, মাসুম, ফরহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাতার প্রবাসী ব্যবসায়ী মাঈন উদ্দিন বলেন; আমার নিজ ওয়ার্ড বাড়া ফুলগাঁও,মঘুয়া, চাঁনপদুয়া,ছাতিপাড়া এই ৪ গ্রামের অসহায় ও দুস্থ ২২০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। আমার ইচ্ছে এভাবে সকল ক্ষেত্রে অসহায় ও দুস্থ পরিবারের পাশে থাকতে। গত কয়েকদিন আগে আমার বাবা ইন্তেকাল করেছেন সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদানের উছিলায় আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং আমাদের পরিবারের সকলের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে সব সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech