প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জুন ১, ২০২২
কেফায়েত উল্লাহ মিয়াজী :
নাঙ্গলকোটের আদ্রা গ্রামের উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন বাড়ির আওয়ামীলীগ নেতা সমাজ সেবক মাকসুদুর রহমান ভূঁইয়া ও তার বাড়ীর লোকদের ষড়যন্ত্র মূলক ভাবে নিজ কেন্দ্রে ভোটার না করে ২ কিলোমিটার দূরের আদ্রা উষা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার করার অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, উপজেলার আদ্রা গ্রামের মাকসুদুর রহমান ভূঁইয়ার পিতা মজিবুল হক ভূঁইয়া আদ্রা উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন দাতা সদস্য। বৃহত্তর আদ্রা ইউয়িন বন্টনের সময় তাদের বাড়ীর পাশের সবাইকে ৬নং ওয়ার্ডের ভোটার রেখে তাদেরকে ৭নং ওয়ার্ডের ভোটার করা হয়, ফলে তারা ভোট দিতে হয় অনেক দূরের ভোট কেন্দ্রে গিয়ে। মাকসুদুর রহমান ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের ৭নং ওয়ার্ড থেকে ৬নং ওয়ার্ডে ভোটার করার দাবীতে বুধবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন তিনি।
আদ্রা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, তারা ভিন্ন ওয়ার্ডের ভোটার হওয়ায় বাড়ীর পাশে ভোট কেন্দ্রে থাকার পরও অনেক দূরে গিয়ে ভোট দিতে হয়। আইনগত ভাবে সুযোগ থাকলে তাদেরকে ৬নং ওয়ার্ডে অন্তভূক্ত করা উচিৎ।
মাকসুদুর রহমান ভূঁইয়া বলেন, আমরা পূর্বে সব সময়ে আদ্রা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছি। আদ্রা ইউনিয়ন ভাগ করার সময় একটি কুচক্রিমহল আমাদের বাড়ীর আশপাশের সবাইকে ৬ নং ওয়ার্ডে ভোটার করে আমাদের পরিবারকে ৭নং ওয়ার্ডে অন্তর্ভূক্ত করা হয়। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদেরকে পুনঃরায় ৬নং ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার জোর দাবী জানাই।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech