প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গতকাল বুধবার পৌরসভা মিলনায়তনে র্ভাচুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক বাজেট ঘোষনা করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, কাউন্সিলর গণ ভার্চুয়াল বাজেট অনুষ্ঠানে যোগ দেন। আগামী বাজেটে ১০৫ কোটি ১১ লাখ টাকা আয় এবং ১০২ কোটি ৮২ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।
মেয়র আবদুল মালেক বলেন, আগামী অর্থ বছরে পৌর র্পাক নির্মাণ, শতভাগ লাইটিং, পৌর কবরস্থান নির্মাণ ও ফায়ার সার্ভিস স্টেশান স্থাপন করা হবে। নাঙ্গলকোট পৌরসভা হবে একটি মডেল পৌরসভা। তিনি আরো বলেন আগামীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সহযোগিতায় নাঙ্গলকোট পৌরসভা ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করা হবে। ভার্চুয়াল বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমেয়র আবদুল মালেক, প্রকৌশলী সাইফুর রহমান, সচিব মো: মহসিন ও সকল ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech