নাঙ্গলকোটে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে মেজবাহুল আলম ভুইয়ার মনোনয়ন দাখিল

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

নাঙ্গলকোটে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে মেজবাহুল আলম ভুইয়ার মনোনয়ন দাখিল

আব্দুর রহিম বাবলু- আসন্ন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নাঙ্গলকোট উপজেলার বড় ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং মেগম জমিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মেজবাহুল আলম ভুইয়া।বৃহসপ্রতিবার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন। ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মেজবাহুল আলম ভুইয়া বলেন, আমি নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডবাসীর কাক্ষিত উন্নয়ন করবো। আমার ওয়ার্ডের জনগনকে শতভাগ নাগরীক সুবিধা দেয়ার চেষ্টা করবো। বিশেষ করে কর্মসংস্থান ও সামাজিক শৃংখলা বিধানে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমি আমার ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞ, আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে তারা আমার জন্য নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছে। আগামী ১১ এপ্রিল ৭নং ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করবে ইনশাআল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ