প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের শুভপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে পুকুর থেকে মীর হোসেন মীরু (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মীর হোসেন মীরু ওই গ্রামের বাহরাইন প্রবাসী মিজানুর রহমানের পিতা। পুকুরে গোসল করতে গিয়ে কি কারণে তিনি মারা গেছেন তার সঠিক কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর গ্রামের বাহরাইন প্রবাসী মিজানুর রহমানের পিতা মীর হোসেন মীরু বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। ১-২ ঘন্টা পরও তিনি ঘরে না ফিরায় বাড়ীর লোকজন তাকে গ্রামে খোঁজাখুজি করে না পেয়ে জেলে এনে তার নিজ পুকুরে জাল ফেলে জালের মধ্যে ওই বৃদ্ধের মৃত দেহ উঠে আসে। মীর হোসেন মীরুর কয়েক মাস পূর্বে হার্ট অপারেশন করে রিং বসানো হয়। মীর হোসেন মীরুর মেঝো ছেলে মফিজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও ছোট ছেলে মতিউর রহমান বাবলু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পুকুরে বৃদ্ধের লাশ পাওয়ার খবরে এলাকার শত-শত উৎসুক জনতা মীর হোসেন মীরুর বাড়ীতে ভিড় করে।
বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনিছি। বিস্তারিত খোঁজ নিয়ে দেখবো।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech