নাঙ্গলকোটে ট্রাক্টর উল্টে চালক নিহত

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২২

নাঙ্গলকোটে ট্রাক্টর উল্টে চালক নিহত
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বোড়রা গ্রামে হাল চাষের ট্রাক্টর উল্টে চালক শাহাদাত হোসেন (২০) নামের এক যুবক মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার বোড়রা গ্রামের মাষ্টার রমনী মহন মজুমদারের বাড়ী সংলগ্ন নিহত যুবক জমির হাল চাষ শেষ করে ট্রাক্টর নিয়ে সড়কে উঠার সময় নিজের হাল চাষের ট্রাক্টর উল্টে গাড়ির চাপা পড়ে যায়। স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাক্টর চালক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিরকোট গ্রামের মহসিনের বড় ছেলে। নিহতের পিতা মহসিন বলেন, আমার ছেলে সোমবার সকাল ৭ টার সময় ট্রাক্টর নিয়ে বাড়ী থেকে বের হয়। সকাল ১০ টার সময় ছেলের মৃত্যুর বিষয়টি জানতে পারি। প্রতিদিন ট্রাক্টরের বেতনভূক্ত ড্রাইভার গাড়ী নিয়ে বের হতো। আজ ড্রাইভার না থাকায় আমার ছেলে শাহাদাত নিজেই ট্রাক্টর নিয়ে বের হয়।
নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ