প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক হোসেনের সমর্থনে মঙ্গলবার বিকেলে গণসংযোগ ও শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি পৌরসভার গোত্রশাল গ্রাম থেকে শুরু হয়ে নাঙ্গলকোট গ্রাম ও পরে পৌর বাজারের প্রধান-প্রধান সড়ক পদক্ষিণ শেষে লোটাস চত্ত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর সাদেক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা জাকের হোসেন, অশ্বদিয়া গ্রাম আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অহিদুর রহমান, গোত্রশাল গ্রাম সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক আলী হোসেন, যুবলীগ নেতা শাহজালাল, ছাত্রলীগ নেতা জুয়েল, ওবায়েদুল হক, মামুন, ইসমাইল হোসেন’সহ ৬নং ওয়ার্ডের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এসময় বর্তমান কাউন্সিলর ও সম্ভাব্য প্রার্থী সাদেক হোসেন বলেন, মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি নাঙ্গলকোট পৌরসভাকে একটি দৃষ্টি নন্দন পৌরসভা হিসেবে রুপান্তর করেছেন। তিনি পৌরসভার নতুন নেতৃত্ব সৃষ্টিতে যোগ্য ও ত্যাগি কর্মীদের মূল্যায়ন করবেন। আমি যতদিন বাঁচবো আপনাদের সেবা করে যাবো।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech