সাফায়েত উল্লাহ মিয়াজী:
নাঙ্গলকোটের আশারকোটা গ্রামের প্রবীণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সাবেক মেম্বার মরহুম আলী নোয়াব খাঁনের আত্মার মাগফিরাত কামনায় শনিবার বিকেলে স্থানীয় শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মেম্বার আহম্মদ উল্লাহ ভূঁইয়া।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ হামিদ, এ বি এম আবুল কাশেম, শহীদ উল্লাহ মিয়াজী, বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা সায়েম মজুমদার শিপু, ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আবুল বাশার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুস সালাম টিটু, এডভোকেট আরাফাত রহমান সবুজ, মানবাধিকার ও সমাজকর্মী সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক হায়াতুন নবী ফরিদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু ইসহাক, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, আবুল বাশার, যুবদল নেতা মোহাম্মদ মহসিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার আব্দুল মমিন।
অনুষ্ঠান শেষে মরহুম আলী নোয়াব খাঁনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।