প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১
আদালতের নিষেধ উপেক্ষা করে নাঙ্গলকোটের খাঁটাচৌ গ্রামের আব্দুর রহিমের ছেলে নবিউল হক শামীম দালান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভ‚ক্তভোগী একই গ্রামের মৃত এয়াকুব আলীর ছেলে মাস্টার আব্দুল লতিফ নাঙ্গলকোট থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আদালতের নির্দেশ মেনে কাজ বন্ধ রাখতে বলা হয়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে নবিউল হক শামীম পুন:রায় কাজ শুরু করে বলে অভিযোগ করেন ভ‚ক্তভোগী মাস্টার আব্দুল লতিফ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা ইউনিয়নের খাঁটাচৌ গ্রামের স্কুল শিক্ষক মাস্টার আব্দুল লতিফ বংশ পরস্পরায় বসবাস করে আসছে। কিন্তু মে মাসে তাদের বাড়ীর চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে বিল্ডিং ঘর নির্মাণ কাজ শুরু করে তার জেঠাত ভাই আব্দুর রহিমের ছেলে নবিউল হক শামীম। এ ব্যাপারে স্থানীয় ভাবে চেষ্টা করে কাজ বন্ধ করতে না পেরে কুমিল্লার আদালতের শরণাপন্ন হন। আদালত গত ৯ মে ওই কাজের উপর ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা প্রদান করেন। নিষেধাজ্ঞা মেনে বেশ কিছু দিন কাজ বন্ধ রাখলেও শনিবার থেকে আবার কাজ শুরু করে শামীম। এ ব্যাপারে মাস্টার আব্দুল লতিফ আদালতের নিষেধাজ্ঞাপত্র নিয়ে নাঙ্গলকোট থানার শরনাপন্ন হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসতেই পুন:রায় কাজ শুরু করে শামীম। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মাস্টার আব্দুল লতিফ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech