প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১
স্টাফ রিপোর্টার : নাঙ্গলকোটের ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় নব গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও প্রাক্তন পরিচালনা কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর মহিন উদ্দিন ভূঁইয়ার বিদায়ী সংবর্ধনা ও নবাগত কাউন্সিলর আবু জাফরকে বরণ অনুষ্ঠান শনিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল্লাহীল বাকি।
অনুষ্ঠান শুরুতে নব গঠিত কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন তুহিন, সহ-সভাপতি এনামুল হক, সদস্য ফয়েজুল আহম্মদ, রাজীব কিশোর দাস, লোকমান হোসেন মজুমদার, ইসরাক জাহান, ফজিয়া আক্তার, রেহানা আক্তার, মহবুবা আক্তার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী মোজাম্মেল হককে ফুল দিয়ে বরণ এবং সাবেক পৌর কাউন্সিলর মহিন উদ্দিন ভূঁইয়া ও নবাগত কাউন্সিলর আবু জাফরকে ক্রেস্ট প্রধান করা হয়।
চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয় শিক্ষক শাহপরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যবসায়ী রফিকুল হায়দার মজুমদার, আব্দুল গফুর বি এস সি, সমাজ সেবক আবু তাহের, মাহবুবুল হক, মাস্টার ইব্রাহীম আল হাছান, কাজী আহছান হাবিব, মাস্টার ইকবাল হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন ।
অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষকবৃন্দ ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজনে ক্লাস পার্টি-২০২১ অনুষ্ঠানে কেক কেটে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech