প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২
কেফায়েত উল্লাহ মিয়াজী :
নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলী গ্রামে বজ্রপাতে আলহাজ্ব এয়াকুব আলী মজুমদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এয়াকুব আলী মজুমদার ওই গ্রামের দক্ষিণ পাড়ার প্রবাসী এয়াছিন মজুমদারের পিতা। মঙ্গলবার দুপুর ১টার দিকে মাঠ থেকে গরু নিয়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের মৃত আলহাজ্ব মাস্টার ইউনুস মিয়া মজুমদারের ছেলে এয়াকুব আলী মজুমদার বিগত ৩৫ বছর পূর্বে একই উপজেলার তুলাতলী গ্রামে বিয়ে করেন। পরে ওই গ্রামে বাড়ী নির্মাণ কারে বসবাস করে আসছেন। মঙ্গলবার দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠে থাকা গরু নিয়ে বাড়ী ফেরার পথে তিনি বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। এয়াকুব আলী মজুমদারের স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে বলে জানা যায়। বজ্রপাতে এয়াকুব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক জামাল উদ্দিন।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি শুনেছি, বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech