মান্দ্রা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

মান্দ্রা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা বাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখা বুধবার আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা ম্যানেজার আবু নাইমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার সিনিয়র অফিসার মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি নিজাম উদ্দিন, মান্দ্রা বাজার সভাপতি হাজি মোস্তফা কামাল, আমেরিকা প্রবাসী দলিলুর রহমান, অধ্যাপক ইসহাক ফারুকী, মাওলানা নুরুজ্জামান খন্দকার, সমাজ সেবক হাজী আলী আজগর, বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল আমিন খন্দকার, মাহবুবুল হক, শফিকুর রহমান ভূঁইয়া, নেছার উদ্দিন, হাফেজ রবিউল হোসেন, মেসার্স সাবিত এগ্রো এজেন্ট ইনচার্জ আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে শাখার উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ। মুনাজাত পরিচালনা করেন কান্দাল আক্তারুল উলুম দাখিল মাদরাসা সহ সুপার মাওলানা আবুল খায়ের।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ