ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৪

ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল
কেফায়েত উল্লাহ মিয়াজী:
চ্যালেঞ্জ না থাকলে সাংবাদিকতাও থাকেনা। প্রতিকূলতা মানুষকে শেখায় কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। আজকের কুভিকসাস খুব সহজে এখানে আসেনি। এর নেপথ্যেও ইতিহাস আছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) এর ইফতার মাহফিলে এসব কথা বলেন অতিথিরা।
রবিবার কুমিল্লা শহরতলীর  ধর্মপুর এলাকার একটি রেস্টুরেন্টে কুভিকসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তৈয়বুর রহমান সোহেল ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব বিল্লাল হোসেন রাজু।
অতিথিরা আরও বলেন, কুভিকসাস দিন দিন নতুন মাত্রায় আসছে। এখান থেকে নতুন সাংবাদিক তৈরি হচ্ছে। এটা আমাদের গর্বের জায়গা। একটা সময় কলেজের বাদাম তলায় বসে মিটিং করতাম। কলা ভবনের সামনে সভা হতো। অনেকে চায়নি এই সাংবাদিক সমিতি হোক। যে কারণে এটা প্রতিষ্ঠা করা আরও চ্যালেঞ্জ ছিল। কিন্তু এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করেছি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কুভিকসাসের সভাপতি আবু সুফিয়ান রাসেল, সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী, সহসভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ যাত্রা করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)।
Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ