প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজে শনিবার বিজয় দিবসের কোন কর্মসূচি পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দেশের সর্বত্র অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী স্থাপনা বিভিন্ন দলীয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও কোন কর্মসূচি পালন করা হয়নি। সাংবাদিক গণ এ বিষয় যোগাযোগ করলে সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়।
কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীর সাথে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং বিস্তারিত জানতে চাইলে সাথে সাথে তিনি ফোন কেটে দেন।
কলেজ গর্ভনিং বডির সভাপতি এডভোকেট আবুল হাশেম বলেন, এটা যেহেতু জাতীয় দিবস পতাকা উত্তোলন করা নিয়ম, কিন্তু কেন উত্তোলন করেনি আমি অধ্যক্ষকে জিজ্ঞাসা করবো।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি, খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech