বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো নাঙ্গলকোটের ৮ ইউপি নির্বাচন

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো নাঙ্গলকোটের ৮ ইউপি নির্বাচন
মাঈন উদ্দিন দুলাল-
পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ৫ই জানুয়ারী বুধবার নাঙ্গলকোটে ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালে বিভিন্ন ইউনিয়নে বিক্ষপ্তি সংঘর্ষ ধাওয়া পাল্টা  ধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় সাংবাদিকসহ প্রায় শতাধিক লোকজন আহত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০ জন, সাধারণ সদস্য ৩৪৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৭৬ জন।  এ সময় বিভিন্ন ইউনিয়নে ককটেল বিষ্ফোরন, দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা, জালভোট প্রদানের ঘটনা ঘটে। উপজেলার ৮টি ইউপিতে বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যানেরা হলেন আওয়ামীলীগ মনোনীত ঢালুয়া ইউনিয়নে নৌকা প্রতীকে নাজমুল হাছান বাছির ভূঁইয়া, মৌকরা ইউনিয়নে সাইফ উদ্দিন আলমগীর, হেসাখাল ইউনিয়নে ইকবাল বাহার মজুমদার, সাতবাড়িয়া ইউনিয়নে শেখ করিব আহম্মেদ টুটুল। স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক বাঙ্গড্ডা ইউনিয়নে  সাইফুল ইসলাম, পেরিয়া ইউনিয়নে এম.এ হামিদ, মক্রবপুর ইউনিয়নে গোলাম মর্তুজা মুকুল, বক্সগঞ্জ ইউনিয়নে টেলিফোন প্রতীক আব্দুর রশিদ ভূঁইয়া।
Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ