নাঙ্গলকোটের দৌলতপুর আদর্শ স্কুলে অভিভাবক ও মা সমাবেশ

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

নাঙ্গলকোটের দৌলতপুর আদর্শ স্কুলে অভিভাবক ও মা সমাবেশ

স্টাফ রিপোর্টার :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন দৌলতপুর আদর্শ স্কুলের অভিভাবক ও মা সমাবেশ শনিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালক আনোয়ারুল কাউসার ভূঁইয়া রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৌলতপুর আদর্শ স্কুল সাবেক প্রধান শিক্ষক মাস্টার নাসির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দৌলতপুর আদর্শ স্কুল সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম ভূঁইয়া টিটু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, নব যোগদানকৃত প্রধান শিক্ষক মাস্টার কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহ-সম্পাদক রহমত উল্লাহ রাহাত, সাংবাদিক সাইফুল ইসলাম, জাকির হোসেন ভূঁইয়া, আবু তাহের মোল্লা, আবুল কাশেম, অভিভাবক সদস্য মাওলানা বাহার উদ্দিন হাসান, মহিন উদ্দিন মজুমদার, মাসুদ ভূঁইয়া, স্কুল পরিচালনা কমিটির সদস্য মাঈন উদ্দিন, সোহরাব গাজী প্রমুখ।
অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ