প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আপেল প্রতিকের মেম্বার প্রার্থী ওমর ফারুক, মোরগ প্রতিকের জাকের হোসেন মজুমদার, সংরক্ষিত মহিলা মেম্বার কলম প্রতিকের জাহেরা বেগম গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনের বড়ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল করে পূণরায় ভোট গননার দাবী জানান। প্রার্থীরা এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তিনি এবং অপর দুই প্রার্থী সোমবার সাংবাদিকদের নিকট ভোটের অনিয়মের অভিযোগ করেন।
প্রার্থী ওমর ফারুক বলেন, আমার জনপ্রিয়তা থাকা শর্তে ও আমার প্রতিদ্বন্ধি তালা প্রতিকের মেম্বার প্রার্থী মোক্তার হোসেন নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজসে ফলাফল ঘোষণায় তালা প্রতিকে ৪৩৯ ভোট এবং আপেল প্রতিকে ২০৪ ভোট দেখিয়ে আমাকে পরাজিত দেখানো হয়েছে। ভোট কাস্টিং এবং গণনায় পরিবর্তন করা হয়েছে। যাহা তদন্ত সাপেক্ষে সত্যতা মিলবে। আমি এবং অপর দু’প্রার্থীর ৫ জানুয়ারী ভোট কারচুপির এ নিলনকশা জালিয়াতী ও পূণঃরায় ভোট গণনা করে ফলাফল ঘোষণায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech