নাঙ্গলকোটে ২২৩০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

নাঙ্গলকোটে ২২৩০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

মাঈন উদ্দিন দুলাল : নাঙ্গলকোটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমের গম, ভূট্টা, সরিষা, পেঁয়াজ, চিনাবাদাম, সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ২শ ৩০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ১৫ লক্ষ ৬১ হাজার ৮৫০ টাকার বিনা মূল্যে সার ও বীজ বুধবার উপজেলার হল রুমে বিতরণ করা হয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার রায়হান মেহেবুবের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল মালেক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, দৌলখাঁড় ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ সাইফুর রহমান বাবলু, কাউন্সিলর শাহ খোরশেদ আলম মজুমদার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ