নাঙ্গলকোটে সোলাইমানিয়া ইসলামিয়া মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সবক অনুষ্ঠান

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

নাঙ্গলকোটে সোলাইমানিয়া ইসলামিয়া মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সবক অনুষ্ঠান

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া আলহাজ্ব সোলাইমানিয়া ইসলামিয়া নূরানী ও হাফেজিয়া মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাজ সেবক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আ.ন.ম তাজুল ইসলাম। প্রধান মেহমান ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ মজুমদার।
অনুষ্ঠানে আলহাজ্ব সোলাইমানিয়া ইসলামিয়া নূরানী ও হাফেজিয়া মাদরাসা শিক্ষার্থীদের সবক প্রদান করেন প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আ.ন.ম তাজুল ইসলাম।
মাদরাসার প্রধান পরিচালক মাওলানা শিবলী নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের কুমিল্লা জেলা পরিচালক মাওলানা নুরুল ইসলাম, সমাজ সেবক মজিবুল হক, লোকমান হেকিম, মুস্তফা কামাল, হাফেজ আব্দুর রহিম, সামছুজ্জামান উজ্জ্বল, ওমর ফারুক মজুমদার সোহাগ, মাদরাসা পরিচালক মোজাহেরুল ইসলাম সেলিম, আমিনুল ইসলাম ভূট্টু প্রমুখ।
অনুষ্ঠান শেষে নূরানী তালিমুল কোরআন বোর্ডের সমাপনী পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আ.ন.ম তাজুল ইসলাম।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ