নাঙ্গলকোটে রেললাইন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

নাঙ্গলকোটে রেললাইন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নাঙ্গলকোট প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোটের বান্নাঘর এলাকা থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে ওই অজ্ঞাত নারীর খন্ডিত দেহ রেলপথের উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেনকে অবহিত করে। স্থানীয়দের ধারনা চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে এ দুর্ঘটনার কোন প্রত্যক্ষদর্শীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন, খবর পেয়ে লাশ নিয়ে আসা হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ