প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের বায়েরা গ্রামে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রবাসী হাবিবুর রহমান ও তার চাচা নেছার উদ্দিনের বাড়িঘরে শুক্রবার বিকেলে একই বাড়ির ছকন মিয়ার নেতৃত্বে ৫০/৬০ জনের সন্ত্রাসীবাহিনী হামলা চালায় বলে ভূক্তভোগীরা অভিযোগ করেছেন। এসময় সন্ত্রাসীরা হাবিবুর রহমানের ঘরের আলমিরা ভেঙ্গে ১০ভরি সোনার গহনা ও নগদ ১০লাখ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও সন্ত্রাসীরা নেছার উদ্দিনের বাড়িঘর ভাংচুর করে। এসময় হামলা ও লুটপাটে বাধা দিলে হামলাকারীকার ওই ভূক্তভোগী পরিবারের ৪ নারীর উপরও আক্রমন করে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়েরা গ্রামের পশ্চিম পাড়ার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলেদের সাথে পাশ্ববর্তী বাড়ির মৃত ওমর আলীর ছেলে ছকন মিয়ার পরিবারের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। গত কিছুদিন যাবৎ একটি জমির দখল নিয়ে তাদের উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজপতিরা বিষয়টি নিয়ে শালিস বৈঠকের দিন ধার্য্য করে, এরই মাঝে শুক্রবার বিকেলে ছকন মিয়া ও পাশ্ববর্তী বদরপুর গ্রামের ইউসুফ এবং মাহবুবুল হকের নেতৃত্বে ৫০/৬০ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে হাবিবুর রহমান ও তার চাচা নেছার উদ্দিনের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এসময় হামলাকারীরা আব্দুল মালেকের স্ত্রী হাছিনা বেগম, নেছার উদ্দিনের স্ত্রী তাহেরা বেগম, সাহাব উদ্দিনের স্ত্রী মাফিয়া আক্তার ও ওহাব মিয়ার স্ত্রী মোমেনা বেগমের উপর আক্রমন করলে তারা নিজ ঘরের দরজা বন্ধ করে আত্মরক্ষা করে। এছাড়াও একই দিন রাতে অপরিচিত একটি মুঠো ফোন থেকে হাবিবুর রহমানকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভূক্তভোগিরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech