প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩
মোঃ শাহাদাত হোসেন- নাঙ্গলকোটে নিয়মবহির্ভূত মাদ্রাসা বন্ধ রাখার অভিযোগ উঠেছে তিলিপ ছুফিয়া নুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। জানা যায়, রোববার (২৩ জুলাই) শিক্ষার্থীরা মাদ্রাসায় ক্লাস করতে আসলে কোন কারণ ছাড়াই প্রথম ঘন্টা শেষ করে ক্লাস ছুটি দিয়ে মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সোমবার (২৪ জুলাই) মাদ্রাসা বন্ধ থাকবে মর্মে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়। এই ব্যাপারে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। একাধিক অভিভাবক বলেন, এভাবে নিয়মনীতি তওয়াক্কা না করে মাদ্রাসা কোন কারণ ছাড়া টানা দু’দিন বিশেষ ক্ষমতায় মাদ্রাসা বন্ধ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার বড় ধরনের ক্ষতির আশংকা করা হচ্ছে। এই প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসা অধ্যক্ষ সালেহ আহমেদ ভূইয়া বলেন, সোমবার রিজার্ভ বন্ধ দেওয়া হয়েছে। আর রোববার বিশেষ কারণে মাদ্রাসা বন্ধ দেওয়া হয়েছে। বিশেষ কারণ কি? সেটা জানতে চাইলে তিনি তা বলতে রাজি হয় নি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মুইনুদ্দীন বলেন, এভাবে নিয়মবহির্ভূত মাদ্রাসা বন্ধ রাখা তার অভ্যাসে পরিণত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন বলেন, মাদ্রাসার অভ্যন্তরীণ কিছু বিষয়ে নিয়ে ঝামেলা হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ করেছে, এবং ক্লাস করা নিরাপদ মনে না করায় মাদ্রাসা বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রায়হান মেহবুব বলেন, মাদ্রাসা বন্ধের বিষয়ে আমাকে অবগত করা হয় নি। বুধবার রাতে আমি বিষয়টি জানতে পেরেছি। পরবর্তীতে এমন হলে ব্যাবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech