নাঙ্গলকোটে ডি.এফ.এস কোরআনের আলো প্রতিযোগিতা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, মে ১, ২০২২

নাঙ্গলকোটে ডি.এফ.এস কোরআনের আলো প্রতিযোগিতা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কেফায়েত উল্লাহ মিয়াজী- নাঙ্গলকোট পৌরসভার দৌলতপুর ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে “ডি.এফ.এস কোরআনের আলো” প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেলে দৌলতপুর জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর ফ্রেন্ডস সোসাইটি সভাপতি প্রকৌশলী জাহিদুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শিহর জমিরিয়া রহমানিয়া মাদরাসা ছাত্র হাফেজ মাহমুদুল হাসান, দ্বিতীয় স্থান অধিকার করেন অলিপুর মোহাম্মদিয়া হাফিজিয়া নূরাণী মাদরাসা ছাত্র হাফেজ মাহফুজুর রহমান, তৃতীয় স্থান অধিকার করেন দৌলতপুর দারুস সালাম আল কোরআন একাডেমীর ছাত্র হাফেজ জাহিদুল ইসলাম।
ফ্রেন্ডস সোসাইটি সাবেক সভাপতি হাবীবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জহিরুল্লাহ সুমন, নাঙ্গলকোট ট্রমা হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক চাঁন মিয়া মনির, কাউন্সিলর আক্তারুজ্জামান, প্রভাষক আবু তৈয়ব, এডভোকেট আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রেন্ডস সোসাইটি সদস্য আব্দুর রাজ্জাক, আরমান, শিহাব, শিবলু, তানভীর, আব্দুল কাহহার, ইমরান শিবলু, আল আমিন, সবুজ, রিয়াজ প্রমুখ।
“ডি.এফ.এস কোরআনের আলো” প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন হাফেজ আবু জাফর সালেহ, হাফেজ আব্দুল্লাহ আল নোমান।
অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ