নাঙ্গলকোটে জামায়াতের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

নাঙ্গলকোটে জামায়াতের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ
কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র‍্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় র‍্যালি শুরু করে নাঙ্গলকোট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে বিজয় সমাবেশে মিলিত হয়। বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন।
 নাঙ্গলকোট উপজেলা জামায়াত  সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি মাস্টার আব্দুল করিম প্রমুখ।
র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি ওমর ফারুক মিয়াজী, যুব বিভাগ সভাপতি আবদুল হান্নান, তালিমুল কোরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন, প্রকাশনা বিভাগ সভাপতি মাওলানা খলিলুর রহমান, মসজিদ মিশন সভাপতি এবিএম সিদ্দিকুর রহমান, জাতীয় প্রেস ক্লাব সদস্য খন্দকার আলমগীর হোসেন, সাবেক ছাত্র নেতা মাঈনুল হক বাবলু প্রমুখ।
Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ