নাঙ্গলকোটে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকায় শান্তিপূর্ণ পূজা উদযাপন

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

নাঙ্গলকোটে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকায় শান্তিপূর্ণ পূজা উদযাপন

কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটে শারদীয় দূর্গা পূজার ১১টি মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। উপজেলার ১১মন্ডপে স্বার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে ৮০জন আনসার ও ভিডিপি সদস্য। আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ছিলেন ১১ পিসি ও ১১জন এপিসি। এছাড়া মন্ডপ গুলোতে দায়িত্ব পালন করেছেন ৫৮জন ভিডিপি সদস্য যাদের মধ্যে ২২জন নারী। উপজেলার ১১টি মন্ডপে সার্বক্ষণিক মনিটরিং করেন নাঙ্গলকোট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রশিক্ষক আশু বড়–য়া, রিনা আক্তার লাভলী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঙ্গলকোট উপজেলা সভাপতি জীবন কৃষ্ণ গোশ্বামী ও সাধারণ সম্পাদক জয়দেব মজুমদার বলেন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্য এবং স্থানীয় সকল ধর্মের মানুষের ভূমিকায় আমাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে শেষ করতে পেরেছি। আমরা এ ব্যাপারে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , আনসার ও ভিডিপি-সহ সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
নাঙ্গলকোট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার বলেন, আমাদের বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা ও জেলা কমান্ড্যান্টের প্রত্যক্ষ তদারকিতে ১১টি মন্ডপে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় সার্বক্ষণিক ৮০জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছে। ফলে শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে নাঙ্গলকোট উপজেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ