নাঙ্গলকোট পৌরসভা বিএনপির ইফতার মাহফিল

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

নাঙ্গলকোট পৌরসভা বিএনপির ইফতার মাহফিল

মাঈন উদ্দিন দুলাল-
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল শনিবার নাঙ্গলকোট পশ্চিম বাজার মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নাঙ্গলকোট উপজেলা সাবেক আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি আপিল বোর্ড সাবেক সচিব আবু তালেব। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজাহারুল ইসলাম ছুপু।
উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ছালেহ আহাম্মদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌকরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কলিম উল্লাহ, ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা ইসহাক মিয়া, বিএনপি নেতা মফিজুর রহমান ডিলার, হুমায়ুন কবির দুলাল, আবুল কালাম, ডাক্তার শাহজাহান, সিরাজুল ইসলাম, আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা মনির হোসেন, সাবেক কাউন্সিলর ইউসুফ আলী, সাবেক ছাত্রদল নেতা নাছির উদ্দিন পিন্টু, কামরুজ্জামান কমু, পৌরসভা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আব্দুল আলী, উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মুনাজাত করা হয়।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ