প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩
ষ্টাফ রিপোর্টার- নাঙ্গলকোট নোভা হাসপাতালে ডাক্তারের অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নবজাতকের পিতা হেসাখাল ইউপির খিলপাড়া গ্রামের আলাউদ্দিন (৩০) । নবজাতকের স্বজন ও পিতা আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, আমার স্ত্রীকে গত কাল সকালে নোভা হাসপাতালে ভর্তি করি,ডাক্তার দেখার পর রাত ১২:৩০মিনিটে সিজার করবে বলে কিন্তু তারা ডাক্তার অর্পিতা দাসকে দিয়ে রাত ১১টায় সিজার করে পেলে। বাচ্চার রক্ত মাখা গাঁয়ে আমাদের কাছে নিয়ে আসে,কিছুক্ষণ পর বাচ্চার শরীর কালো হয়ে যেতে দেখা যায়।আমরা হাসপাতাল কতৃপক্ষকে জানালে তারা বলে একজন শিশু ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তার ভিজিট ৫০০টাকা লাগবে, আমরা রাজি হই, পরে নাঙ্গলকোট আল্ট্রামর্ডান হাসপাতালে নিয়ে যেতে বলে। সেখানে নিয়ে গেলে ডাক্তার বলেন রোগীকে এত দেরি করে নিয়ে আসলেন কেন।রোগীর অবস্থা আশংকা জনক তাড়াতাড়া কুমিল্লায় নিয়ে যান,কুমিল্লায় যাওয়ার পথে আমার মাছুম বাচ্চার মৃত্যু হয়।বাচ্চার গাঁয়ে বিভিন্ন ফোঁড়া ও ঠোশা রক্তের দাঁগ রয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। এ বিষয়ে হাসপাতাল মালিক মাষ্টার তোহা হাসান স্বাধীন প্রতিবেদককে বলেন ;আপনি তো অপমৃত্যু বলেই পেললেন তা হলে তথ্য তো আপনার কাছেই আছে। সেই দিয়েই নিউজ করেন। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেবদাস বলেন; আমি কিছুক্ষণ আগে বিষয়টি অবগত হয়েছি,সাথে সাথে তা খতিয়ে দেখছি।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। কুমিলা সিভিল সার্জনকে একাধিক বার কল করে ও পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech