প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১
আব্দুর রহিম বাবলু-
কুমিল্লা পুলিশ সুপার দিক-নির্দেশনায় নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ বক্তিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশ মোতাবেক এসআই মোঃ মফিজুল ইসলাম খান সঙ্গীয় ফোর্স্ সহ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটি করাকালে মাদক সম্রাট মোঃ মাসুদ (২৮), পিতা- আলী নোয়াব, মাতা- সায়েরা বেগম স্থায়ী : গ্রাম- হরিপুর, ডাক- নাঙ্গলকোট , উপজেলা/থানা- নাঙ্গলকোট, কুমিল্লা কে নাঙ্গলকোট থানাধীন হরিপুর পশ্চিম/দঃপাড়া সাকিনস্থ খিলা সিএনজি স্ট্যান্ড টু দৌলখাড় প্রধান সড়কের পাশে আমিন কফি হাউজের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। পরবর্তীতে নাঙ্গলকোট থানার এফ আই আর নং-১১/৭২, তারিখ- ২০ এপ্রিল, ২০২১; ধারা-৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে নিম্নে উল্লেখিত মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
মামলাসমূহঃ-
১। (1LXEE) কুমিল্লা এর লাঙ্গলকোট থানার এফ আই আর নং-৮/২৬, তারিখ- ১৫ ফেব্রু, ২০২১; সময়- ০৬.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
২। (15GJA) কুমিল্লা এর লাঙ্গলকোট থানার এফ আই আর নং-৫/৯৮, তারিখ- ১৪ জুন, ২০১৯; সময়- ০২.৫০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
৩। (2YGJB) কুমিল্লা এর লাঙ্গলকোট থানার এফ আই আর নং-১৫/৭৩, তারিখ- ২২ মে, ২০১৮; সময়- ০০.৪৫ ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
৪। (2MUWU) কুমিল্লা এর লাঙ্গলকোট থানার এফ আই আর নং-১৪/১৩২, তারিখ- ২৮ সেপ্টে, ২০১৭; সময়- ০৫.২৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
৫। (2MPEV) কুমিল্লা এর লাঙ্গলকোট থানার এফ আই আর নং-১২/১৩০, তারিখ- ২৭ সেপ্টে, ২০১৭; সময়- ০০.০৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
৬। (2EEWC) কুমিল্লা এর লাঙ্গলকোট থানার এফ আই আর নং-১/৭৩, তারিখ- ০২ জুন, ২০১৭; সময়- ১৯.৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
৭। (2KN9V) কুমিল্লা এর লাঙ্গলকোট থানার এফ আই আর নং-১৩/১৩, তারিখ- ২৪ জানু, ২০১৭; সময়- ০০.৩০ ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
৮। (2JDY4) কুমিল্লা এর লাঙ্গলকোট থানার এফ আই আর নং-১২/১৪৩, তারিখ- ১৮ অক্টে, ২০১৬; সময়- ১৭.৪০ ধারা- ১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech