স্টাফ রিপোর্টার :
কুমিল্লার নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দিনব্যাপী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব আবু তালেব। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ বশিরুজ্জামান।
অনুষ্ঠান শুরুতে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৪ এর সভাপতি সাখাওয়াত হোসেন শাহীন, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, সাবেক কাউন্সিলর ইউসুফ আলী, বিএনপি নেতা মাস্টার লোকমান হোসেন, মোবারক হোসেন, যুবদল নেতা কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও স্কুলের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।