নাঙ্গলকোট জামান্স ক্লিনিক নব মনোনিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম মাহবুব উজ্জ জামানকে সংবর্ধনা 

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

নাঙ্গলকোট জামান্স ক্লিনিক নব মনোনিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম মাহবুব উজ্জ জামানকে সংবর্ধনা 
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট জামান্স ক্লিনিক ও মাইডারহোম পরিবারের পক্ষ থেকে নব মনোনীত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম মাহবুব উজ্জ জামানের সংবর্ধনা মঙ্গলবার বিকালে ক্লিনিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে জামান্স ক্লিনিক ও মাইডারহোম পরিবারের পক্ষ থেকে নব মনোনীত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম মাহবুব উজ্জ জামানকে ফুলেল শুভেচ্ছা প্রধান করা হয়। জামান্স ক্লিনিক ও মাইডারহোম নব মনোনীত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব উজ্জ জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র ও জামান্স ক্লিনিক পরিচালক  এ. কে. এম মনিরুজ্জামান খান, ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক ও নাঙ্গলকোট বেগম জামিল মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ বশিরুজ্জামান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট জামান্স ক্লিনিক ও হাসপাতাল চিকিৎসক এনাম উল্লাহ মিয়াজী, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর জাকির, ম্যানেজার মাহবুব আলম সিজার, সহ ম্যানেজার হাজী খোরশেদ আলম মিলন, আব্দুল হান্নান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাবেক এমএলএ হাসানুজ্জামান খাঁন, সাবেক সংসদ সদস্য ডাক্তার এ কে এম কামারুজ্জামান, শিক্ষানুরাগী এ কে এম শামসুজ্জামান-সহ খান পরিবারের মৃতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন খান বাড়ি জামে মসজিদ ইমাম হাফেজ নূর মোহাম্মদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ