নাঙ্গলকোটে প্রশাসনের অভিযানে দু’শতাধিক দোকান উচ্ছেদ, জরিমানা আদায়

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৬

নাঙ্গলকোটে প্রশাসনের অভিযানে দু’শতাধিক দোকান উচ্ছেদ, জরিমানা আদায়

কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের যানজট নিরশনে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দোকানপাট উচ্ছেদে উপজেলা প্রশাসন শুক্রবার বিকালে অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নাঙ্গলকোট থানা, সেনা বাহিনী ও নাঙ্গলকোট পৌরসভা। অভিযানে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দু’শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া একই সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথীর নেতৃত্বে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, নাঙ্গলকোট সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বদিউজ্জামান।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে থানা পুলিশ সর্বাত্ত্বক সহযোগিতা করেছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা বলেন, উপজেলা সদরের নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল মুক্ত ও যানজট নিরশনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী বলেন, নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল মুক্ত ও উপজেলা সদরে যানজট মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল করে বসা সকল দোকান উচ্ছেদ করা হয়। এসময় ২জনকে ৩ হাজার টাকা জরিমান করা হয়েছে। ফুটপাত দখল মুক্ত রাখতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ